জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ২২ সেপ্টেম্বর :
মৌলভীবাজারের জুড়ীর শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিন। ২২ সেপ্টেম্বর দুপুর ১টায় কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। অধ্যক্ষ জহির উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক সাইদ উদ্দিনের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলতলা ইউপি চেয়ারম্যান ফয়াজ আলী, সাগরনাল ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম লিয়াকত, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, কলেজের প্রতিষ্ঠাতা মাসুক আহমদ, ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মকদ্দছ আলী মায়া, সাগরনাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোহর আলী, উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার দাস প্রমুখ।