জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : অর্থাভাবে পড়ালেখা বন্ধের উপক্রম হয়ে দাড়িয়েছে এইচ এস সি’তে জিপিএ ৫ পাওয়া মনিকা রানী দাসের। দিরাই উপজেলায় এবারের এইচ এস সি’তে বিবিয়ানা মডেল কলেজ থেকে জিপিএ ৫ পাওয়া এ কৃতি শিার্থী ডিগ্রীতে ভর্তি হতে পারছে না অর্থনৈতিক দৈন্যদশার কারনে। উপজেলার বড় বাউসী গ্রামে মনিকাদের বাড়ী। বাবা মারা গেছেন ছোট বেলায়। দিনমজুরী করে সংসার চালায় দু’ভাই। তিন বোনের মধ্যে মনিকা ছোট। মা ঝুনু রানী দাস বলেন, অনেক কষ্টে মেয়েকে আইএ পাশ করিয়েছি। মনিকা আমার ভাঙ্গা ঘরে চাঁদের আলো হয়ে এসেছিল, ইচ্ছা ছিল মেয়েকে উচ্চ শিতি করবো কিন্তু অর্থাভাবে সেই স্বপ্ন পূরন হবে কিনা ভগবানই জানেন। বিবিয়ানা মডেল কলেজের অধ্য নিপেন্দ্র চন্দ্র দাস জানান, ভিটে বাড়ী ছাড়া কোন সম্পদ নেই মনিকাদের। এ অবস্থায় সমাজের বিত্তবানরা সাহায্যের হাত না বাড়ালে মনিকার উচ্চ শিা লাভ অনিশ্চিত হয়ে পড়বে।