জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সদস্য ও রংপুর জেলা শাখা সভাপতি ওসমান গনি’র বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে সদর উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ সরকারী কলেজের প্রধান ফটকের সামনে প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচীটি পালিত হয়। এসময় বক্তব্য দেন, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,সদর উপজেলা সভাপতি তোসিকুল রেজা,পৌর সভাপতি শামিম হোসেন, নবাবগঞ্জ সরকারী কলেজের রুবেল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে ওসমান গনিকে। তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে দেশব্যপী আন্দোলন গড়ে তোলা হবে।