স্টাফ রিপোর্টার: কাদের মোল্লার রায়ের প্রতিবাদে জামায়াত-শিবিরের সহিংস প্রতিবাদ আদালত অবমানার শামিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে কোস্ট গার্ড পূর্ব জোনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের রায়ের পর জামায়াত-শিবির যেভাবে হরতাল ডেকে, পুলিশকে গুলি করে, আগুন দিয়ে সহিংস প্রতিবাদ জানাচ্ছে তা শুধু রাষ্ট্রদ্রোহীতাই নয়, সর্বোচ্চ আদালতের অবমাননাও বটে।’
তত্তাবধায়ক সরকার প্রসঙ্গে মহিউদ্দিন খান আলমগীর বলেন, ‘সংবিধান অনুসারেই নির্বাচন হবে। সংবিধানের বাইরে এ নিয়ে আলোচনা হতে পারে না। তবে সংবিধানের আলোকে যেকোনো আলোচনা হতে পারে।’
যুক্তরাষ্ট্র বাংলাদেশ কোস্টগার্ডকে ছয়টি মেটাল শার্ক বোট হস্তান্তর উপলক্ষে সংস্থাটির পূর্ব জোন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্টের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল কাজী সরওয়ার হোসাইন। উপস্থিত ছিলেন আনোয়ারার সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রমুখ।