মোঃ বদরুজ্জামান খান সবুজ, গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতাঃ সারা দেশে জামায়াত-শিবিরের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে গতকাল বুধবার বরিশালের গৌরনদীতে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ৃ
সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ নেতা ফরহাদ হোসেন মুন্সীর নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসষ্ট্যান্ড থেকে মিছিল বের করে গৌরনদী বাসষ্ট্যান্ড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। দুপুর ১টায় মোটর সাইকেল মহড়া দেয়। শেষে উপজেলা ছাত্রলীগ কার্যালয়ের সম্মুখে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা ফরহাদ হোসেন মুন্সী, পৌর কৃষকলীগের সভাপতি শাহজাহান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজী তৌফিক ইকবাল স্বজল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান ফকির, উজ্জল দে প্রমুখ। বক্তারা রাজাকারদের ফাঁসির রায় কার্যকর করার জন্য প্রসাশনের প্রতি দাবি জানান।