স্টাফ রিপোর্টার : ১৮ দলীয় জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী টানা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনেও রাজধানীর নয়া পল্টনে জোটের প্রধান শরিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছে পুলিশের প্রহরা।
এছাড়া সড়কের উল্টো দিকেও মোতায়েন রয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার পর কার্যালয়ে আসেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী আহমেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রিজভী আহমেদ ছাড়া কার্যালয়ে কোনো নেতা-কর্মী নেই। আর বন্ধ রয়েছে এলাকার দোকানপাট । অন্যদিনের তুলনায় যান চলাচলও কম।
তবে সকাল থেকে এ এলাকায় হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিংয়ের কোনো ঘটনা ঘটেনি। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এক রকম অলস সময় পার করছেন।
রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘কার্যালয়ে প্রবেশে পুলিশ কোনো বাধা দেয়নি। তবে তারা (পুলিশ) অ্যাকশনের ভুমিকায় রয়েছে।’
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যার সরকারি ষড়যন্ত্র, সরকারের জুলুম, নির্যাতন, নিপীড়ন ও ইসলাম উৎখাতের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টা হরতালের কর্মসূচি ঘোষণা করে দলটি।