স্টাফ রিপোর্টার, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের পূর্ণাঙ্গ শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠনের লক্ষ্যে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন হাইকোর্ট। আজ বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টের বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি ২০০৯ সালে রিট আবেদনটি করেন।