মাহতাব উদ্দীন রবিন,জাবি প্রতিনিধি, ১৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গনিত বিভাগের মাস্টার্সের ছাত্রী মরিয়ম আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপাচার্য মো. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার সহ গনিত বিভাগের শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, ১২ মার্চ মরিয়ম আক্তারের (২৫) ঝুলন্ত লাশ গাজীপুর জেলার কালিগঞ্জ থানার ভাটিরা গ্রামে নিজ শশুর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর মরিয়মের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন সনাক্ত করেন কালীগঞ্জ থানার তদন্ত পরিদর্শক। মরিয়মকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে লা হয়। এ ঘটনার পর থেকে মৃতের স্বামী সালাউদ্দিন সহ পরিবারের সবাই পলাতক রয়েছে। এমনকি মরিয়মের ১১ মাস বয়সী মেয়ে সন্তানের ও কোন খোঁজ পাওয়া যায়নি। মরিয়মের পরিবারের দাবি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মরিয়মের মা মাসুদা বেগম বাদী হয়ে ঐ দিন রাতে সালাউদ্দিনসহ চার জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেন।