মাহতাক উদ্দীন রবিন, জাবি প্রতিনিধি, ২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বর্বর সন্ত্রাসী হামলায়৩ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার মূলহোতাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টায় কলা ও মানবিকী অনুষদের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাবনবন্ধনে উপস্থিত ছিলেন, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মনজুর আহমেদ, অধ্যাপক এটিএম আতিকুর রহমান, অধ্যাপক আরিপা সুলতানা, গোলাম রব্বানী, লুৎফুল এলাহী, হোসেন আরা, আনিছা পারভিন প্রমুখ। এছাড়া মানবন্ধনে বিভাগের সব শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বুধবার ইতিহাস বিভাগের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বি.এন.সি.সি ও রোভার স্কাউটের দুই সদস্য ছাত্রলীগের হামলার স্বীকার হন। ইতিহাস বিভাগের ৩৭ তম ব্যাচের ছাত্রলীগ কর্মী তাইমুর রহমান রাসেল বিভাগের ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত হওয়ায় ক্ষুদ্ধ হয়ে তার নেতৃত্বে বিএনসিসি রোভার স্কাউটের দুই সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।
মানববন্ধনেঅধ্যাপক এটিএম আতিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেছে তাদের উপর সন্ত্রাসী হামলা মেনে নেয়া যায়না। একই বিভাগের জুনিয়র শিক্ষার্থীরা সিনিয়রদের উপর হামলা করেছে যার সুষ্ঠু বিচার করতে হবে। সহকারী অধ্যাপক গোলাম রব্বানী বলেন, হামলাকারী সন্ত্রাসীদের বিভাগের প্রত্যেক শিক্ষার্থী বয়কট করবে। কেননা কোন হামলারই সুষ্ঠুবিচার হয়না। এখনো জুবায়ের হত্যাকারীরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। ইতিহাস বিভাগের ৩৯ তম ব্যাচের শিক্ষার্থী শাকিলা রানা বলেন, হামলাকারীরা যে বিভাগের আর যে দলেরই হোক আমি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করছি। সুষ্ঠু বিচার না হলে সন্ত্রাসীরা এ ধরণের হামলা বারবার করার সাহস পাবে।
৩৮ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহিম সৈকত বলেন, বিভাগের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে, কেননা জুনিয়ররা সিনিয়রদের উপর হামলা করছে। এ হামলার সুষ্ঠু বিচার না হলে জুনিয়ররা আবারো হামলা করা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর সাহস পাবে।
শিক্ষার্থীরা অতিবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করার দাবি করেন।
#…
মাহতাব উদ্দীন রবিন
০১৭৪১৭৪৭৮০৬
২.০৩.১৩