ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | জাবিতে শারীরিক নির্যাতনের শিকার নবীন শিক্ষার্থীরা

জাবিতে শারীরিক নির্যাতনের শিকার নবীন শিক্ষার্থীরা

মাহতাব উদ্দীন রবিন, জাবি প্রতিনিধি, ৩ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ বছর ভর্তি হওয়া৪২ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের শারীরিকভাবে (র‌্যাগ) নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীরা ভয়ে কারো নাম প্রকাশ করছেনা। গত শনিবার রাতে বঙ্গবন্ধু হল ও মওলানা ভাসানী হলে এ নির্যাতনের ঘটনা ঘটে।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গনরুমে অবস্থানরত ৪২ তম ব্যাচের শিক্ষার্থীদের শারীরিকভাবে ভয়াবহ নির্যাতন করে একই হলের ৪১ তম ব্যাচের শিক্ষার্থীরা। শনিবার রাতে নবাগত শিক্ষার্থীদের র‌্যাগিংয়ে বাধ্য তারা। গনরুমে শিক্ষার্থীদের এক পায়ে দাড় করিয়ে রাখা, জানালার রডের সাথে বেধে রাখা, হিজড়ার অভিনয় করা, না পারলে কান ধরিয়ে উঠবস করা ছাড়াও মানসিকভাবে হেনস্তা করে সিনিয়ররা। অনুসন্ধানে জানা গেছে, বঙ্গবন্ধু হলে নৃবিজ্ঞান বিভাগের পবন, ফার্মেসী বিভাগের মেহেদী, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সুজন নবাগত শিক্ষার্থীদের র‌্যাগিংয়ে বাধ্য করে। অনেকক্ষণ যাবত র‌্যাগিংয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে একজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টাওে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শেষে কাউকে র‌্যাগিংয়ের কথা না বলার জন্য হুমকি দিয়ে যায় তারা।
অন্যদিকে একই দিনে মওলানা ভাসানী হলেও র‌্যাগিংয়ের শিকার হয়েছে নবাগত শিক্ষার্থীরা।  এই হলে মার্কেটিং বিভাগের নাইম, পদার্থ বিজ্ঞান বিভাগের কিশোর, ইতিহাস বিভাগের সঞ্চয় ও ইউনুছ গনরুমে শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতন করে।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ফরিদ আহমেদ জানান,আমরা হল প্রশাস এ বিষয়ে অনেক আগ থেকেই সচেতন ছিলাম। শনিবার রাতে এ রকম কিছু হয়ে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...