মাহতাব উদ্দীন রবিন, জাবি প্রতিনিধি :
‘দ্রোহের শিখায় রক্তিম প্রাণ, চেতনায় তব মুক্তির গান’ স্লোগান ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে সাম্প্রদায়িক জঙ্গিমুক্ত যুক্তিবাদি সমাজ গড়ার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় বির্তক প্রতিযোগিতা ২০১৩। বিশ্ববিদ্যালয়ের বির্তক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি ডিবেট অর্গানাইজেশন’ (জুডো) এ প্রতিযোগিতার আয়োজন করছে। পাঁচ দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগীতায় দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধ সহ¯্রাধিক বির্তাকিক অংশগ্রহণ করবে। প্রতিযোগীতায় থাকছে সংসদীয় ধারার বির্তক, বারোয়ারী বির্তক, র্যালি, উদ্ধোধনী অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান। এ আয়োজনে ‘৬ষ্ঠ আন্ত: বিশ্ববিদ্যালয় বির্তক প্রতিযোগিতা’ ‘৩য় আন্ত: কলেজ বিতর্ক প্রতিযোগিতা’ ও ‘৩য় আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। এছাড়াও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো: আনোয়ার হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিন, উপ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমেদ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন এর মডারেটর অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়। পাচঁ দিনব্যাপী এ প্রতিযোগীতা মঙ্গলবার থেকে শুরু হয়ে শেষ হবে শনিবার।
ডিবেট অর্গানাইজেশনের সভাপতি নুর ই আলম বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমাদের এ আয়োজন। যদিও বছরের শুরুতেই আমরা এ আয়োজন করে থাকি কিন্তুু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পিছিয়ে এখন এ বিতর্কের আয়োজন করছি। তিনি আরো বলেন, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে তুলে ধরতে ও সন্ত্রাস ও জঙ্গিবাদী তৎপরতা রুখে যুক্তিবাদী সমাজ গড়তে এ বিতর্ক ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক হাদীসুর রহমান হিমু, ছাত্র উপদেষ্টা জাফর সাদিক প্রমুখ।