মাহতাব উদ্দীন রবিন, জাবি প্রতনিধি, ৫ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক জলাধারগুলো পুন:খনন কাজের নিমিত্ত কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ৭টি প্রকল্পের পুন:খনন কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন এই প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এই প্রকল্পের জন্য ৯৪৫ মে.টন উন্নত মানের গম বরাদ্দ পাওয়া গেছে। এই প্রকল্পের আওতায় প্রশাসনিক ভবনের পূর্বপার্শের জলাধার, চিকিৎসা কেন্দ্রের পূর্বপাশের জলাধার, জাহানারা ইমাম হল সংলগ্ন জলাধার, উপাচার্য বাসভবনের দক্ষিণ পাশের জলাধারসহ আরো কয়েকটি জলাধার পুন:খনন করা হবে। এসব জলাধারের পুন;খনন কাজ সম্পন্ন হলে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যে নতুন মাত্রা যুক্ত হবে। জলাধারের পাশ ঘেষে হাটার রাস্তা তৈরি করা হবে।