Home | জাতীয় | জাতীয় পার্টির সাবেক এমপির ছেলের আত্মহত্যা

জাতীয় পার্টির সাবেক এমপির ছেলের আত্মহত্যা

hang

স্টাফ রিপোর্টার:

নিজের অপছন্দের ছেলের সঙ্গে বোনের বিয়ে ঠিক করায় বাবা-মার ওপর অভিমান করে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সরদার আবদুর রশিদের একমাত্র ছেলে রাতুল (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ১১টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টায় ঢাকার উত্তরার নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাতুলকে উদ্ধার করে বাড়ির লোকজন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতুল এমবিএ পাশ করে গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, রাতুলের বোন রিংকির বিয়ের জন্য পছন্দ করা ছেলেকে তার অপছন্দ হওয়ায় গত কয়েকদিন ধরে বাবা-মার সঙ্গে মনোমালিন্য চলছিল। এক পর্যায়ে বাবা-মা রাতুলের অমতেই ওই ছেলের সঙ্গেই রিংকির বিয়ে ঠিক করেন। বুধবার ছিল রিংকির বিয়ের অনুষ্ঠান।

এ জন্য রাতুলের বাবা সরদার আবদুর রশিদ এবং মা পটুয়াখালী একেএম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক রোজিনা আফরোজ সাতদিনের ছুটি নিয়ে গত শনিবার ঢাকায় আসেন।

মঙ্গলবার সকালে বোনের বিয়ে নিয়ে আবারও রাতুলের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। বেলা সাড়ে ১১টার দিকে তারা বাইরে থেকে উত্তরার ১০নং সেক্টরের ১২নং রোডের ৬নং বাসায় এসে রাতুলের মৃতদেহ দেখতে পান।

মঙ্গলবার বিকেলে রাতুলের জানাযা শেষে ঢাকায় তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

৬ দিনের সফরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রির্পোটার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ ...

১২ জনকে পৌনে ২ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

স্টাফ রির্পোটার : বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের পেট্রোল বোমায় আহতদের পরিবার, গুরুতর অসুস্থ দলের নেতাকর্মী, ...