রাণীশংকৈল প্রতিনিধি : সারাদেশে আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের হাওয়া বইছে বেশ জোরেসোরে। নির্বাচনে অংশ গ্রহণকারী প্রধান দুই দল ধানের শীষ প্রতীকে বিএনপি ও নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিদ্বন্দিতা করলেও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি, আম প্রতীকে ন্যাশনাল পিপল্স পার্টি, হাতপাখা প্রতীকে ইসলামী ঐক্যজোট সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দিতায় অংশ গ্রহণ করছেন। এছাড়াও আরো কয়েকটি দল বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে অবস্থান করছেন। নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র কয়েক দিন বাঁকি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ততই তুঙ্গে উঠছে। স্বদলের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করতে শহর থেকে তৃণমুলে ছুটে চলেছেন নেতা কমীরা বিরামহীনভাবে রাতদিন। এমনই সময় হঠাৎ করে দুই এক ফোটা বৃষ্টি নিয়ে আসল শীতের তীব্রতা। মানুষ পশু পাখি সবকিছুই শীতের তীব্রতায় বেকায়দায় পড়েছে। তাতে থেমে পড়েননি ভোট প্রার্থীরা। তবে শীতের তীব্রতায় অনেকটায় বেকায়দায় পড়ছেন তারা। গরম পোশাক পড়ে হলেও থেমে নেই ভোট প্রার্থনা।
ধারাবাহিকতায় ঠাকুরগাও-৩ নির্বাচনী আসনে আ’লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি পীরগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি মোঃ ইমদাদুল হকের মোটরগাড়ি প্রতীক এবং মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলীর কিছু চাপা উত্তেজনা বিরাজ করলেও প্রচার প্রচারনায় পিছিয়ে নেয় কেউ। পাশাপাশি ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ জাহিদুর রহমান অপরদিকে লাঙ্গল প্রতীক নিয়ে সমান তালে ছুটছেন লাঙ্গল প্রতীকের সাবেক এমপি হাফিজউদ্দিন আহম্মেদ। অপরদিকে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পীরগঞ্জ উপজেলা সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র সাহা সিংহ প্রতীক নিয়ে নির্চাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বেশ ফুরফুরে মেজাজে।