বিনোদন প্রতিবেদক, ১৩ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১১ আজ দেয়া হবে। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিকেল ৩টা ৩০ মিনিটে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ এবং ৪টা ১০ মিনিটে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। বিকেল ৪টা ১৫ মিনিটে বক্তব্য দেবেন তথ্যমন্ত্রী এবং ৪টা ২৫ মিনিটে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় চলচ্চিত্র-২০১১ নির্বাচিতদের নামের তালিকা এবং তাঁদের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শিত হবে। সবশেষে প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিতদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বক্তব্যের পর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা এবং তাদের ওপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে আজীবন সম্মাননাপ্রাপ্ত অভিনেতা নায়করাজ রাজ্জাকের হাতে পুরস্কার, মেডেল, সম্মাননা স্মারক ও অর্থমূল্য তুলে দেবেন। এরপর পর্যায়ক্রমে ২০১১ সালে প্রাপ্ত পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেবেন চলচ্চিত্রের শ্রেষ্ঠ সম্মাননা। পুরস্কার প্রদান শেষে পরিবেশন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, ন্যান্সি ও অনুপমা মুক্তি। পারফরমেন্স করবেন চিত্রনায়িকা নিপুণ। ওয়ার্দা রিহাবের পরিচালনায় পরিবেশন করা হবে নৃত্য। চিত্রতারকা ফেরদৌস ও কুসুম শিকদারের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরো পুরস্কার প্রদান পর্বটি বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সমপ্রচার করবে। উল্লেখ্য, ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘গেরিলা’ (প্রযোজক ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ), শ্রেষ্ঠ পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ (গেরিলা), শ্রেষ্ঠ কাহিনীকার মুহাম্মদ জাফর ইকবাল (আমার বন্ধু রাশেদ), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নাসিরউদ্দিন ইউসুফ ও এবাদুর রহমান (গেরিলা), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা নাসিরউদ্দিন ইউসুফ ও এবাদুর রহমান (গেরিলা), শ্রেষ্ঠ অভিনেতা ফেরদৌস (কুসুম কুসুম প্রেম), শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান (গেরিলা), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা আলমগীর (কে আপন কে পর), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ববিতা (কে আপন কে পর), খলচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মিশা সওদাগর (বস নাম্বার ওয়ান) ও শতাব্দী ওয়াদুদ (গেরিলা), শ্রেষ্ঠ শিশুশিল্পী সেমন্তী (খণ্ড গল্প ৭১), শ্রেষ্ঠ সংগীত পরিচালক হাবিব (প্রজাপতি), শ্রেষ্ঠ সুরকার ইমন সাহা (কুসুম কুসুম প্রেম), শ্রেষ্ঠ গায়ক কুমার বিশ্বজিৎ (প্রজাপতি), শ্রেষ্ঠ গায়িকা ন্যান্সি (প্রজাপতি), শ্রেষ্ঠ গীতিকার শফিক তুহিন (প্রজাপতি), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক এল অপু রোজারিও (আমার বন্ধু রাশেদ), শ্রেষ্ঠ সম্পাদক সামির আহমেদ (গেরিলা), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন পাল (আমার বন্ধু রাশেদ), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক অনিমেষ আইচ (গেরিলা), শ্রেষ্ঠ মেকাপম্যান মো. আলী বাবুল (গেরিলা), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা শিমুল ইউসুফ (গেরিলা), শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র আলবদর (প্রযোজক ফখরুল আবেদীন) ও লোকনায়ক কাঙ্গাল হরিণাথ (প্রযোজক- চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর)।