পাবনা প্রতিনিধি : প্রধান বিচারপতিকে জোর পূর্বক ছুটিতে যেতে বাধ্য করায় ও স্বপদে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পাবনা জেলা শাখা। সোমবার বেলা ২টায় পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমানের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাড. মাসুদ খন্দকার, এ্যাড. আাইনুল হক প্রমুুখ।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. আইনুল হক, আবু বক্কর, হাফিজুর ররহমান, আ. রউফ, আব্দুস সোবাহান, আবুল কালাম আজাদ বাচ্চু, আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, ময়নুল হোসেন, আব্দুল মজিদ, মকবুল হোসেন, ইসমাইল হোসেন টিপু, আব্দুল হালিম, মনোয়ার জাহিদ, মাসুদ আলম, সাইদুর রহমান, জাকির হোসেন, শরিফুল ইসলাম প্রাং, আব্দুল আওয়াল, সৈয়দ গোলাম রসুল, এনামুুল হক, নাজিম উদ্দিন প্রমুুখ।
মানববন্ধন চলাকালে বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আরশেদ আলম বলেন, অবিলম্বে প্রধান বিচারপতির জোর পূর্বক ছুটি প্রত্যাহার ও স্বপদে ফিরিয়ে এনে বিচার বিভাগের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে।