জাককানইবি প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)সিএসই বিভাগের ২০১৯-২০ সেশনের শারমিন জাহান তন্বী (রোল: ২০১০২০২৮)’র বড় ভাইয়ের হার্টের অপারেশনের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে।
তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে অপারেশন করাতে প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন। যেটা ওর পরিবারের পক্ষে যোগান দেয়া সম্ভব নয়। কিংবা একা কারো সাহায্য করাও কঠিন। তাই তিনি বলেন আমরা যে যার জায়গা থেকে যতটা পারি, সাধ্যমত একটু এগিয়ে আসার আহ্বান জানান।
নামঃ মামুনুর রশিদ
বাড়ীঃ শেরপুর
বর্তমান ঠিকানাঃ গাজীপুর
হাসপাতালের নামঃ আল হেলাল স্পেশ্যালাইজড হসপিটাল লিঃ
দ্রষ্টব্য,বোনের মুখে হাসি ফিরিয়ে একজন ভাইকে সুস্থ করতে। কোন সংকোচ নয়, নয় কোন দ্বিধা, পরিমাণ হোক ছোট কিংবা বড়, যে যতটা পারি এগিয়ে আসি। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তুলে মহাদেশ সাগর অতল।
সাহায্য পাঠানোর ঠিকানা :
শারমিন জাহান তন্বী- 01924 477032 (বিকাশ)