ব্রেকিং নিউজ
Home | বিনোদন | ছোটপর্দা | জহির খানের একক নাটক “আমার বাড়ি মেঘের বাড়ি”

জহির খানের একক নাটক “আমার বাড়ি মেঘের বাড়ি”

বিনোদন ডেস্ক: নির্মিত হলো রাজধানী উত্তরায় একক নাটক “আামার বাড়ি মেঘের বাড়ি” রচনা- ডাঃ রিয়াদ আশরাফ পরিচালনায় জহির খান।

দুই ছেলে এক মেয়ে আর স্ত্রী নিয়ে ফজলে আলির পরিবার বড় ছেলে রিয়াদ ইউনিভার্সিটি শেষ করে এখন চাকুরীর চেস্টা করছে ছোট ছেলে রাশেদ মেডিকেল এডমিশন এ ট্রাই করছে আর একমাত্র মেয়ে বিয়ে করে সংসার করছে।

আজ ফজলে আলি আবসরে গেছেন অনেক টাকা পেয়েছেন এক সাথে রিয়াদের ইচ্ছে বাবা কিছু টাকা তাকে দিলে জব পেতে সুবিধা হতো মেয়ে চায় বাবা মেয়ে জামাই কে কিছু টাকা দিক মা চায় এই টাকা দিয়ে ছোট ছেলে কে প্রাইভেট মেডিকেল এ পড়াতে কিন্তু ফজলে আলি বলে দেয় সে কিছুই করতে পারবেন না কারন তার কাছে কোন টাকা নেই এ প্রশ্নের উত্তর খুজতে ই এগিয়ে যায় নাটকটি।

নাটকে অভিনয় করেছেন এলেন শুভ্র, সামিয়া অথই ,আব্দুল্লাহ রানা, রিয়াদ আশরাফ, নুসরাত রুহী, সুজাত শিমুল, আহমেদ জিসান, দীপ দীপ্তি সহ অনেকে।

নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার এর অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিশ্ব দরবারে দেশের পতাকা তুলে ধরতে কাজ করছি

বিনোদন ডেস্ক : বিবাহিত নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড’-এ প্রথমবার অংশ ...

জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা রেহনুমা মোস্তফা এবার নাম লিখালেন নাটকে

বিনোদন ডেস্ক: বাংলাভিশনে জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা রেহনুমা মোস্তফা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল ...