জমি নিয়ে বিবাদের কারণে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পাঁচপীর গ্রামে আব্দুল হালিম নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করার খবর পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে,পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পাঁচপীর গ্রামের হায়দার আলীর পুত্র আবদুল হালিম গত সোমবার তাঁর পৈত্রিক জমিতে চাষাবাদ করতে গেলে এলাকার আফজাল,রেজাউলের নেতৃত্বে ১০/১২ জন হালিমের উপর অতর্কিতে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
পরে প্রতিবেশীরা হালিমকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিশাল রহমান, ঠাকুরগাঁও থেকেঃ