গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবু তাহের নুরুল্লা নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে অভিযোগ সূত্রে জানাগেছে।
অভিযোগে জানাগেছে, সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের খিদির দক্ষিণ পাড়া গ্রামের মো: ফজলুর রহমানের পুত্র আবু তাহের নুরুল্লার সাথে একই ইউনিয়নের কিশামত মালিবাড়ী ফারাজি পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর পুত্র নুর মোহাম্মদ ডিলারের সাথে দীর্ঘদিন থেকে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে গত রোববার আবু তাহের নুরুল্লা জমি বন্ধক নেওয়ার জন্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে দারিয়াপুর বাজারের ঔষধ ব্যবসায়ী আব্দুল মোন্নাফের কাছে আসতে ধরলে কাবিলের বাজার নামক স্থানে তার পথ রোধ করে নুর মোহাম্মদ ডিলারের লোকজন এলোপাথারি কিল ঘুষি ও হত্যার উদ্দেসে লোহার রড দিয়ে মারতে থাকেন।
পকেটে থাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।