ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক হাসনাত রুমনের জন্মদিন জন্মদিন উপলক্ষে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ স্থানীয় সরকারি হাস মুরগী খামারের সামনে কেক কেটে জন্মদিন পালন করে।
এসময় রুমনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সদর উপজেলার ১২ নং সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মুকুল,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুজাহিদুর রহমান শুভ,সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু,জেলা কমিটির সহসভাপতি আরাফাত জামান অপু,স্বেচ্ছাসেবক লীগ নেতা শিউলি আকতার,সাংবাদিক কামরুল হাসান, সাংবাদিক নাহিদ পারভেজ, পৌর আওয়ামী লীগ নেতা মহিরউদ্ধীন মহিরসহ সংগঠনের নেতৃবৃন্দ। নেতাকর্মীদের এহেন উষ্ণ ভালোবাসায় অভিভূত হয়ে হাসনাত রুমন বলেন,সদর উপজেলার নেতাকর্মীদের নিকট আমি কৃতজ্ঞ।
উল্লেখ্য সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের নেতাকর্মীদের জন্মদিনে নানা আয়োজন করে।