জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতি হিসেবে ভাল ফলাফল অর্জনের লক্ষে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত নিতে “মডেল টেস্ট” পরীক্ষা নেয়া হচ্ছে। গত ১৭ সেপ্টেম্বর থেকে ৩ দিন ব্যাপী উপজেলার মোট ৪৪টি কেন্দ্রে মডেল টেস্ট পরীক্ষায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ জন কোমলমতি শিক্ষার্থীরা অংশ গ্রহন করেছে। এতে শিশুদের অভিভাবক ও শিক্ষানুরাগী ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতা করছেন। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এ মডেল টেস্ট পরীক্ষা আগামি প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে কোমলমতি শিক্ষার্থীদের জন্য অবশ্যই সুফল বয়ে আনবে।