মো : বোরহান উদ্দিন , সুনামগঞ্জ প্রতিনিধি, ১৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : সুনামগঞ্জের জগন্নাথপুরে ইভটিজিংয়ের দায়ে আব্দুল কাইয়ূম (২০) নামের এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। তিনি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মাকড়কোনা গ্রামের আব্দুন নূরের ছেলে।
জানাগেছে, মাকড়কোনা গ্রামের আব্দুল তাহিদের মেয়ে স্কুল ছাত্রীকে প্রায়ই উত্যাক্ত করতো আব্দুল কাইয়ূম। গত শনিবার রাতে ইভটিজিংয়ের দায়ে আব্দুল কাইয়ূমকে মেয়ের অভিভাবকরা গণধোলাই দিয়ে আটক করে রাখে। খবর পেয়ে গতকাল রোববার জগন্নাথপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে জগন্নাথপুর উাপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ ভ্রাম্যমান আদালত বসিয়ে ইভটিজার আব্দুল কাইয়ূমকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। জগন্নাথপুর উাপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ জানান, ইভটিজিংয়ের দায়ে আব্দুল কাইয়ূমকে কারাদন্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।