আলতাফ হোসেন সরকার, রাজারহাট সংবাদদাতা:কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একমাত্র মাধ্যমিক সরকারী বিদ্যাপিঠ রাজারহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে শিক সংকট, শিকদের মাঝে গ্র“পিং ও শিক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানীসহ বিভিন্ন অনিয়ম চলে আসছে। দীর্ঘ ৭ বছর ধরে বিদ্যালয়টিতে প্রধান শিকের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিকের ভারে ভেঙ্গে পড়েছে বিদ্যালয়টির শিা কার্যক্রম। সরজমিনে জানা যায়, ১৯৮১ ইং সনে রাজারহাট বালিকা উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়। ০১-০৭-১৯৮৮ইং তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ রাজারহাট উপজেলা সফরে এসে বিদ্যালয়টি জাতীয় করণের ঘোষণা দেন। ১২ ফেব্র“য়ারী ২০০৬ইং সনে খন্দকার মোঃ মোজাম্মেল হক প্রধান শিকের দায়িত্ব পালন করার পর থেকে আজ অবধি ওই প্রতিষ্ঠানে প্রধান শিকের পদটি শূন্য রয়েছে। বর্তমান প্রতিষ্ঠানটিতে ১৪ জন শিকের স্থলে ৯ জন শিক, অফিস সহকারীর দু’টি পদই শূন্য ও এমএলএসএস এর ৫টি পদে রয়েছে মাত্র দু’জন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২শ’ ৬৩ জন শিার্থী রয়েছে। ভৌত বিজ্ঞান বিষয়ে বর্তমান কোন শিক না থাকায় পাঠদান একেবারেই বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটি বালিকা উচ্চ বিদ্যালয় হওয়ার পরও প্রতিষ্ঠানটিতে মাত্র একজন পদার্থ বিজ্ঞান বিষয়ে মহিলা শিকিা রয়েছে। সহকারী শিকিা মিসেস জেসমিন আরা ােভ প্রকাশ করে বলেন, যেহেতু এ প্রতিষ্ঠানটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সেহেতু এ প্রতিষ্ঠানে মহিলা শিকিার প্রাধান্য পাওয়া উচিত। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপ বিষয়টি নিয়ে কোন গুরুত্ব দিচ্ছেন না। তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও অপ্রীতিকর ঘটনাগুলি অব্যাহত থাকায় কাশ ও শিার মান হ্রাস পাচ্ছে প্রতিনিয়ত। ফলে এই প্রতিষ্ঠানটিতে অভিভাবকগণ তাদের সন্তানদের লেখা-পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অনতিবিলম্বে এ প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থান পরিবর্তন করে সফল প্রতিষ্ঠান হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপরে নিকট দাবী তুলেছেন। সম্প্রতি ঘটে যাওয়া সহকারী শিক আবু আনোয়ার হোসেনের বিরুদ্ধে নবম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ওই প্রতিষ্ঠানের শিার্থীদের স্বারিত একটি অভিযোগপত্র প্রধান শিকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছে। গত ১২-০৯-২০১৩ইং ছাত্রীদের অভিযোগের প্রেেিত শিক আবু আনোয়ারকে ১৪-০৯-২০১৩ইং তাকে শোকজ করা হয়। যাহার স্মারক নং-রাসবাবি-/২০১৩/৩১(৫)। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক মোঃ মোসলেম উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপকে অবহিত করা হয়েছে। অভিযোগের প্রেেিত ওই শিককে শোকজ করা হয়েছে। এ ব্যাপারে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন, গতকাল সহকারী শিক আবু আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্তের জন্য কুড়িগ্রাম জেলা শিা অফিসারের নিকট পত্র প্রেরণ করা হয়েছে।