আমিনুল ইসলাম হিরন, ছাতক প্রতিনিধিঃ ছাতকে প্রাইভেট কারের ধাক্কায় রুনা বেগম নামের এক স্কুল ছ্ত্রাী নিহত হয়েছে। গতকাল বধুবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের তকিরাই-নোয়াগাঁও নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। সে তকিরাই গ্রামের সোনা মিয়ার কন্যা ও আব্দুল জব্বার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। জানা যায়, সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তকিরাই-নোয়াগাঁও সড়ক পাড়ি দেয়ার সময় সুনামগঞ্জগামী প্রাইভেট কার (নং-ঢাকা মেট্রো গ-১৭-৯৩৭৪) রুনা বেগমকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। এ খবর রুনার অভিভাবক ও বিদ্যালয়ের শিার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় বিুদ্ধ এলাকাবাসী সিলেট-সুনামগঞ্জ সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে জাউয়া ফাঁড়ি ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। হাইওয়ে পুলিশ প্রাইভেট কারটি আটক করেছে।