ছাতক প্রতিনিধিঃ ছাতকে বায়তুলাহ (মোলা) রঃ স্মৃতি সাহিত্য ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার শহরের সামছুদ্দিন মার্কেটস্থ ফোরামের কার্যালয়ে লায়েক আহমদ মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়। লায়েক আহমদ মাছুমকে আহবায়ক, নজরুল ইসলামও হাফেজ খয়ের হোসাইনকে যুগ্ম আহবায়ক, কামরুল হোসাইন শামীমকে সদস্য সচিব, মনোহর আলীও বশির উদ্দিনকে সদস্য করে ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।