আমিনুল ইসলাম হিরন , ছাতক প্রতিনিধিঃ ছাতকে মাদরাসা ছাত্রীসহ দু’মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের নিজ বসত ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নববধূ অঞ্জলী রানী দাস (১৮)। সে জাহিদপুর গ্রামের রামানন্দ দাসের স্ত্রী। আত্মহত্যার কারন জানা যায়নি। নববধূর মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। রাতে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এদিকে সোমবার সকালে রিনা বেগম নামের এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজনদের ফাঁকি দিয়ে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানান। রিনা বেগম ছাতক সদর ইউনিয়নের পূর্ব বাউসা গ্রামের সমছু মিয়ার কন্যা ও গাবুরগাঁও দাখিল মাদরাসার ১০ম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। সকালে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধারের সময় তার কে কোরআন শরীফ খোলা অবস্থায় পায়। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।