ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ সুনামগঞ্জের ছাতকে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তছির মিয়া (৩০), লায়েক মিয়া (৩৫), শহিদ মিয়া (২৪), সুজন মিয়া (২৩), সুমন মিয়া (২৫), সবুজ মিয়া (২৮) কে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টায় ছাতক উপজেলার চরেরবন গ্রামের নওশাদ মিয়া ও মন্ডলীভোগ গ্রামের জাহির আলীর মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এঘটনাটি তাৎক্ষনিক ভাবে এলাকার স্থানীয় লোকজন সমাধান করে দেয়। কিন্তু তারই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। শুরু হয় ইট-পাথর নিক্ষেপ। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫জন আহত হয়। ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।