আমিনুল ইসলাম হিরন , সুনামগঞ্জ,ছাতক প্রতিনিধিঃ ছাতকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আনার উদ্দিন (২৯) নামের এক যুবককে সাদা পোশাকধারী পুলিশ গ্রেফতার করেছে। শনিবার উপজেলার ধারনবাজার থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। সে উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের মৃত মখলিছ আলীর পুত্র। একটি ডাকাতি মামলায় আনার উদ্দিন আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে একদল সাদা পুলিশ শনিবার সন্ধ্যায় ধারনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মাধবপুর গ্রামের ব্যবসায়ী সালেহ আহমদের বাড়ীতে ডাকাতিসহ খুনের ঘটনায় জড়িত রয়েছে বলে স্থানীয়দের ধারনা। গতকাল রোববার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, আনার উদ্দিন অতীতে অনেক অপরাধমুলক কর্মকান্ডে জড়িত ছিল। বর্তমানে তার বিরুদ্ধে তেমন কোন অভিযোগ না থাকায় ১৫৪ ধারায় আদালতে প্রেরন করা হয়েছে।