আমিনুল ইসলাম হিরন, ছাতক প্রতিনিধিঃ
মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ড ছাতকে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল রোববার সকালে আনোয়ার রহমান তোতা মিয়া প্যানেলের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বর্তমান কমান্ডার পদপ্রার্থী আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপতিত্বে ও পৌর কমান্ডার অজয় ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা কমান্ডের সাবেক কমান্ডার ও বর্তমান কমান্ডার পদপ্রার্থী আলহাজ্ব নুরুল মোমিন, সাবেক সাংগঠনিক কমান্ডার ও বর্তমান ডেপুটি কমান্ডার পদপ্রার্থী এমদাদ হোসেন, সাংগঠনিক কমান্ডার পদপ্রার্থী আব্দুর রশিদ, ছাতক উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, মুক্তিযোদ্ধা আলহাজ্ব পিয়ারা মিয়া, রজব উদ্দিন, শাহাব উদ্দিন, আব্দুল কাইয়ূম, আলহাজ্ব গোলাম মোস্তফা, আছদ্দর আলী, মতই মিয়া চৌধুরী, নিত্যরঞ্জন ঘোষ খোকন, লাল মিয়া, অহিন্দ্র কুমার দাস, মহেন্দ্র কুমার বিশ্বাস, হান্নান মিয়া, রফিক উদ্দিন, তালেব আলী, আব্দুল খালিক, শাহজাহান মিয়া, হরেকৃষ্ণ দেবনাথ, সনজিৎ দে সনু প্রমুখ। সভায় জেলা নেতৃবৃন্দ নুরুল মোমিন প্যানেলকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।