আমিনুল ইসলাম হিরন , ছাতক প্রতিনিধিঃ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লা’র বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতে ইসলামী ছাতক উপজেলা ও ইসলামী ছাত্র শিবির ছাতক পূর্ব শাখার যৌথ উদ্যোগে এক বিােভ মিছিল ও প্রতিবাদ সভা গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় গোবিন্দগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। মিছিলটি রিলেশন টাওয়ারের সামন থেকে শুরু হয়ে কলেজ গেটে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা জামায়াতের আমীর প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাওলানা মুনসুর আহমদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান, ছাতক পূর্ব শিবিরের সভাপতি আব্দুল তাহিদ, সেক্রেটারী আনসার আলী, জামায়াত নেতা হোসাইনুজ্জামান লিটন, জুনেদ আহমদ, ছাত্র শিবির নেতা ফয়ছল আহমদ, কলিম উদ্দিন প্রমুখ।