আমিনুল ইসলাম হিরন, ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতকে জাবা মেডিকেল সেন্টার হাসপাতালে উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে জাবা মেডিকেল সেন্টার হাসপাতালে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দু’শতাধিক নারী-পুরুষ ও শিশু রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পের ডাঃ নাহিদুর রহমান জনি, ডাঃ ফাহিমারা খানম জেনী, ডাঃ দিগন্ত চাকমা আগত রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।