আমিনুল ইসলাম হিরন, ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতক উপজেলা ছাত্রদল নেতা শরীফ আল-মামুন (২৫)কে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার কালারুকা ইউনিয়নের তালুকপাড়া গ্রামের মর্তুজ আলীর পুত্র। গতকাল বুধবার বিকেলে রাজাপুর বাজারের একটি চায়ের দোকান থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ওসি শাহজালাল মুন্সি জানান, তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে শরীফ আল-মামুনকে গ্রেফতার করা হয়েছে।