আমিনুল ইসলাম হিরন, ছাতক প্রতিনিধিঃ
ছাতকে শাবনুর আক্তার আঁখি (১৫) নামের এক কিশোরী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। সে পৌর শহরের ভাজনামহল জাকারিয়া কলোনীর জমসিদ আলীর কন্যা। এ ব্যাপারে আঁখি’র মা চম্পা বেগম গত ১৯ সেপ্টেম্বর ছাতক থানায় একটি জিডি এন্ট্রি (নং-৭৬৫) করেছেন। অভিযোগ থেকে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রিক্সাযোগে বাজারে যাওয়ার পথে আঁখি নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।