আমিনুল ইসলাম হিরন, ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতক উপজেলা শ্রমিকদলের এক কর্মীসভা গতকাল বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিকদলের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিছবাহ আহমদের পরিচালনায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, সহ-সভাপতি শওকত আলী, চেরাগ আলী, মানিক মিয়া, যুগ্ম সম্পাদক নেছার আহমদ, আব্দুল লতিব, মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, শ্রমিকদল নেতা আব্দুস সোবহান, আলী হোসেন, লায়েক মিয়া, আলীনুর, শফিক মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল করে সরকারকে আগামী সংসদ নির্বাচন দিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারিদলের নেতাকর্মীদের অব্যাহত লুটপাটের বিষয়ে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে হঠাতে ছাতক-দোয়ারায় কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে শ্রমিকদল। আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হবে।