আমিনুল ইসলাম হিরন , ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ ছাতকের ভাতগাঁও ইউনিয়নের বরাটুকাস্থ আল-হিকমা জামেয়া ইসলামীয়ার উদ্যোগে শিার মান উন্নয়নের ল্েয এক সুধি সমাবেশ রোববার বিকেলে জামেয়ার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জামেয়ার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক সফির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল-হিকমা জামেয়া ইসলামীয়ার গর্ভনিং বডির সদস্য, শিানুরাগী উবায়দুল হক শাহীন। বিশেষ অতিথি ছিলেন, আলীগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি নুর আহমদ হিরন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস প্রিন্সিপাল মাওলানা আইয়ূব করম মোহাম্মদ নুরুল হুদা, আনুজানি গ্রামের জাকির হোসেন শিপু, সুজন আহমদ, দিলোয়ার হোসেন, বরাটুকা গ্রামের হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম, ফকিরবাড়ি গ্রামের আলী আক্কাস, আখলুছ মিয়া, গয়াছ মিয়া, কিশোর কণ্ঠ পাঠক ফোরাম ছাতক দণি শাখার সভাপতি ইমরুল হাসান, ছৈলা চকবিরাম জামে মসজিদের খতিব মাওলানা শাহ জামাল, চানপুর জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম আফসর, হাজী সুরাব আলী, ইসলামপুর গ্রামের আবুল হোসেন, চেলারপাড় গ্রামের সাইফুল ইসলাম ছুরত, ফখর উদ্দিন, কাটাশলা গ্রামের মাওলানা নুরুল আমীন আজাদ, শিক মাওলানা বদরুল আলম, মাওলানা সালাহ উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা জামেয়ার শিার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও কাংখিত ফলাফল অর্জনের জন্য শিক, অভিভাবক ও সুধি মহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।