আমিনুল ইসলাম হিরন, ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতকের চরমহল্লা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে এক কর্মীসভা গতকাল সোমবার বিকেলে চরমহল্লা বাজারে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা বাদশা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন, মাওলানা খুরশেদ আলম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াহাব, নুরুল হক, আব্দুল হামিদ, রফিকুল হক, ইউনুছ আলী, ছালিক মিয়া, হানিফ আলী, দিলোয়ার হোসেন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বশির মিয়া, যুবদল নেতা সাইদুল হক সবজিল, শহিদুর রহমান, নুরুল আমীন, আবুল খয়ের, তাজ উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন, শফি উদ্দিন, আজিজুল মালিক নোমান প্রমুখ। সভায় বক্তারা সরকার পতনের সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশ গ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধিনেই দিতে হবে। বক্তারা গত ১২ সেপ্টেম্বর চরমহল্লা বাজারে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন। এ কর্মীসভার সংবাদটি পরদিন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু স্থান চরমহল্লা বাজারের স্থলে পত্রিকায় টেটিয়ারচর বাজার ভুলবশত প্রকাশিত হয়। এ অনিচ্ছাকৃত ভুলের জন্য বক্তারা সভায় দুঃখ প্রকাশ করেন।