ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ যাদবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাজাসহ এক পাচারকারীকে আটক করেছে র্যাব-৬ এর একটি আভিযানিক দল।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৬ টার দিকে র্যাব এই অভিযান চালায়।
গাজাসহ আটককৃত পাচারকারী চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামের মৃত হযরত মালিতার ছেলে জিনারুল হোসেন (৩৯)। র্যাব তার বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে।
র্যাব ৬ সিপিসি-২ কো¤পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৬ টার দিকে অভিযান চালিয়ে ৮ কেজি গাজাসহ জিনারুল হোসেনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারার মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।