মামুন মোল্লা, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কেদারঞ্জ মালোপাড়ার কার্যালয়ে পুলিশ ও ডিবির অভিযান জেলা জামায়াতের আমীর আনোয়ারুল হক মালিক, সেক্রেটারী এ্যাড রুহুল আমীন, শিবির সভাপতি মাহফুজুর রহমানসহ আট নেতা কর্মিকে ৫ টি ককটেল প্রচুর জিহাদী বইসহ আটক করেছে।
বুধবার (১০অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লা বিডিটুডেকে জানান, বুধবার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুয়াডাঙ্গা শহরের কেদারঞ্জ মালোপাড়া জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জামায়াতের নেতা কর্মিরা নাশকতা ও দেশবিরোধী কর্মকান্ডের জন্য গোপন বৈঠক করছে ।
রাত ৮ টার দিকে পুলিশ উল্লেখিত জামায়াতের কার্যালয়ে অভিযান চালালে বেশ কয়েকজন নেতা কর্মি পালিয়ে গেলেও জেলা জেলা জামায়াতের আমীর আনোয়ারুল হক মালিক, সেক্রেটারী এ্যাড রুহুল আমীন, শিবির সভাপতি মাহফুজুর রহমানসহ আট নেতা কর্মিকে আটক করে এসময় উক্ত কার্যালয় থেকে ৫ টি ককটেল ও প্রচুর পরিমানে জিহাদী বই উদ্ধার করা হয় ।
এঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় আটককৃতদের নামে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্প্রতিবার আটককৃতদেরকে আদালতে প্রেরন করা হবে।