বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার ছবির মাধ্যমে ভক্তদেরকে বিনোদন দিতে সক্ষম হয়েছেন। পর্দায় তিনি বহু বলিউড সুন্দরীর সঙ্গেই রোমান্স করেছেন এবং তার চকোলেট বয় লুক ’৯০ দশকের দর্শকদের মুগ্ধ করেছিল। পরবর্তীতে ধীরে ধীরে তিনি চকোলেট বয় থেকে মিস্টার পারফেকশনিস্ট হয়ে ওঠেন। যদিও আমিরের ক্যারিয়ারজুড়ে একটি বিষয় সবসময়ই ছিল তা হলো তরুণী সুন্দরীদের সঙ্গে তার রোমান্স।
‘ধুম থ্রি’ ছবির জন্য প্রশংসা কুড়াতে ব্যস্ত আমির রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবিতে আনুশকার সঙ্গে দীর্ঘতম চুম্বনদৃশ্যের জন্য অচিরেই পত্রিকার শিরোনামে পরিণত হবেন বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
একটি সূত্র জানিয়েছে, ছবিতে তারা দুজন অত্যন্ত ঘনিষ্ঠ চুম্বনদৃশ্যে অভিনয় করেছেন। যদিও আমির-আনুশকা কারো জন্যই চুম্বন নতুন কিছু নয়, কিন্তু এটিই সম্ভবত ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘতম চুম্বন।
সার্বিক অবস্থা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আমির জুহি চাওলা থেকে শুরু করে বর্তমান স্বল্পবয়সী অভিনেত্রীদের চুম্বন দেয়ার সৌভাগ্য অর্জন করেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।