স্পোর্টস ডেস্ক : আগামী ২ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। গতকাল অনুষ্ঠিত হয়েছে এই আসরের প্লেয়ার ড্রাফট। এদিন প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের খেলোয়াড়দের সমন্বয়ে দল গঠন করেছে।
চিটাগং ভাইকিংসে এবার আইকন খেলোয়াড় হিসাবে খেলবেন সৌম্য সরকার। এই দলটির হয়ে খেলবেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। তাহলে টুর্নামেন্ট শুরুর আগে দেখে নেয়া যাক এবার কেমন দল সাজালো চিটাগং ভাইকিংস।
পঞ্চম আসরে যেমন দল গঠন করলো চিটাগং ভাইকিংস:
দেশি খেলোয়াড়: সৌম্য সরকার (আইকন), আল-আমিন, আলাউদ্দিন বাবু, এনামুল হক বিজয়, ইরফান শুক্কুর, ইয়াসির আরাফাত, শুভাশিস রায়, নাঈম হাসান, তানভীর হায়দার, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।
বিদেশি খেলোয়াড়: মিসবাহ-উল-হক (পাকিস্তান), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা), জার্মেইন ব্লাকউড (ওয়েস্ট ইন্ডিজ), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), লুইস রিচি (ইংল্যান্ড), লিয়াম ডসন (ইংল্যান্ড), জীভন মেন্ডিস (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), লুকে রঞ্চি (নিউজিল্যান্ড)।