জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেছেন, আওয়ামীলীগ আবার ক্ষমতায় গেলে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা করা হবে। বর্তমান শেখ হাসিনার সরকার চা শ্রমিকদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহাজোট সরকার চা শ্রমিকদের জীবনমানে যে পরিবর্তন এনেছে অন্য কোনো সরকারই তা করেনি। ৩২ টাকা থেকে শুরু করে ৪৮, ৫৫ ও বর্তমান ৬৯ টাকা মজুরি বৃদ্ধি করা হয়েছে। আরও বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় পুনরায় নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে নির্বাচিত করার আহবান জানান তিনি। তিনি রোববার দুপুরে (২২ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান, পদ্মছড়া চা বাগান, নূরজাহান চা বাগান, মাধবপুর চা বাগান, মদনমোহনপুর চা বাগান, গোবিন্দপুর চা বাগান, পাত্রখোলা চা বাগান ও ধলই চা বাগানে গরীব, দু:স্থ ও অসহায় চা শ্রমিকদের খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ, ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম এসএম শাহাজান, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আসিদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন প্রমুখ।