স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির চার উদ্যোক্তা ৩০ লাখ ৯৬ হাজার ৭৯৭টি শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩১ অক্টোবরের মধ্যে বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দুই উদ্যোক্তার মধ্যে মিস সেলিমা আহমেদ (ব্লক মার্কেটে) ২৪ লাখ ১৯ হাজার ৮৭২টি শেয়ার ও কর্পোরেট উদ্যোক্তা নিটল মটরস লিমিটেড ১ লাখ ৪৭ হাজার ৪২৫টি শেয়ার, সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা সাব্বির হোসেন ২৯ হাজার ৫০০টি শেয়ার এবং সিমেন্ট খাতের মেঘনা সিমেন্টের উদ্যোক্তা সায়েম সোবহান ৫ লাখ শেয়ার বিক্রি করবেন।