জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো.আলমগীর হোসেন জনপ্রতিনিধি,কর্মকর্তা ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদের নতুন ভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান,ভাইস চেয়ারম্যান সোহরাব আলী,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আরা বেগম,উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম,শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম,ঝিলিম ইউপি চেয়ারম্যান তসিকুল ইসলাম,সাংবাদিক আজিজুর রহমান প্রমুখ। নব যোগদানকৃত ইউএনও তাঁর কার্যকালে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি যথাসময়ে সরকারী কর্ম সম্পাদন এজেন্ডাসমুহ বাস্তবায়নের উপর জোর দেন। এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক, উপজেলা পর্যায়ের সমবায়,সমাজসেবা,নির্বাচন,প্রাথমিক শিক্ষাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।