জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বৃহত্তম বেসরকারী বিদ্যাপীঠ শাহ নেয়ামতুল্লাহ কলেজ চত্ত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র আদলে ‘স্বাধীনতা শিক্ষক ছাত্র কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে এক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ প্রধান অতিথি হিসেবে এই কেন্দ্রের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম,বালুগ্রাম কলেজ অধ্যক্ষ মতিউর রহমান,কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মাহফুজুল হাসান,সমাজকর্ম তৃতীয় বর্ষ শিক্ষার্থী সুপ্রসন্ন বর্মন প্রমুখ। বক্তরা বলেন,ক্লাসের বাইরেও শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের ও মতবিনিময়ের প্রয়োজন আছে। এজন্য অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র থাকলেও কলেজ পর্যায়ে এর সংখ্যা কম। শিক্ষা সহায়ক কার্যক্রম,অবসরে বিনোদন,আপ্যায়ন,সাংস্কৃতিক চর্চা,অনুষ্ঠান আয়োজনেও এ ধরনের কেন্দ্র ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষক ছাত্রের সম্পর্কে আন্তরিকতা বাড়বে। কলেজের নিজস্ব অর্থায়নে প্রাথমিকভাবে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে কেন্দ্রটি নির্মান করা হয়েছে।