Home | বিবিধ | স্বাস্থ্য | চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে বিশ্ব য²া দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে বিশ্ব য²া দিবস পালিত

t.b--chapai--24.03.14-1মো:জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:“য²া সেবা সবার তরে, পৌঁছে দিব ঘরে ঘরে”  প্রতিপাদ্যে জেলার প্রত্যন্ত উপজেলা ভোলাহাটে বিদেশী সাহায্য সংস্থা ‘ডেমিয়েন ফাউন্ডেশন’ আয়োজিত বিশ্ব য²া দিবস ২০১৪ উপলক্ষে সোমবার সকালে র‌্যালি ও পরে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বর্নাঢ্য র‌্যালিটি হাসপাতাল থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব কর্মকর্তা বদরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ডেমিয়েন ফাউন্ডেশনের টিএলসিএ মনিরুজ্জামান, টি.এল.সি.এ মামনুর রশিদ ও ভোলাহাট প্রেস কাবের সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় বিশ্ব য²া দিবসের তাৎপর্য্য তুলে ধরে বিস্তারিত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গরমের নানা রোগ

বিডিটুডে ডেস্ক : গরম মানুষের স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, ...

তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা ; বন্ধ এক্সরে মেশিন, নৌ এম্বুলেন্স

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত চিকিৎসা সেবা ...