ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অনান্য সুবিধে রাষ্ট্রীয় কোষাগার (রাজস্ব খাত) হতে প্রদানের একদফা দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ,শিবগঞ্জ, গোমস্তাপুর উপজেলার রহনপুর ও নাচোল পৌরসভায় শান্তিপূর্ণভাবে এই কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে দাবী আদায়ে কর্মসূচীর অংশ হিসেবে পৌরসভাগুলিতে পানি,বিদ্যূৎ সরবরাহ ও পরিচ্ছনতা সেবা (কনজারভেন্সি) ছাড়া অন্য কোন কাজকর্ম হয়নি। দাপ্তরিক সকল কাজ বন্ধ রাখা হয়। সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান ফটক বন্ধ রেখে সেখানেই কর্মসূচীর সমর্থনে অবস্থান সমাবেশে বক্তব্য দেন, এসোসিয়েশনের জেলা শাখা সাধারণ সম্পাদক রুহুল আমিন, একদফা দাবী আদায় কমিটি সদস্য সচিব জহির উদ্দিন, সচিব মামুনুর রশিদ, হিসাব রক্ষণ কর্মকর্তা আহসান হাবিব,সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান প্রমুখ। বক্তরা,ভবিষ্যৎ নিরাপত্তায় জনসেবায় নিয়োজিত পৌর কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের একদফা এই দাবী মেনে নিতে সরকারের প্রতি আহব্বান জানান। দাবী আদায়ে প্রয়োজনে ঢাকায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচীরও ঘোষনা দেয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে বুধবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলা ...

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...