জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের ওয়ালটোন মোড়ে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ৮০০ বোতল চোলাই (দেশী) মদ সহ মিলন ঘোষ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মিলন ঘোষ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঘোষপাড়ার ধীরেন ঘোষের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু আবদুল্লাহ জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া ছয়টায় শহরের ওয়ালটন মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সড়কে একটি মাহেন্দ্র টেম্পো তল্লাশী করে ১১টি বস্তায় রাখা ৮০০ বোতল চোলাই (দেশী) মদ সহ টেম্পো চালক ও মাদক ব্যবসায়ী মিলন ঘোষকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপরে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান উপপপরিদর্শক জাহিদ।
