জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামে অভিযান চালিয়ে ৬ লক্ষ ৩০ হাজার জাল ভারতীয় রুপিসহ মাসুদ রানা (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ওই গ্রামের মৃত.মীর হোসেনের ছেলে। জাল ভারতীয় রুপি লেনদেনের গোপন খবরে গত শনিবার রাত ৯টায় ওই গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযানটি পরিচালনা করে। ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ রোববার সকাল সাড়ে ১০টায় জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,গ্রেপ্তার মাসুদ রানা ভারতীয় জাল রুপি ব্যবসায়ী ও চোরাকারবারী। তাঁদের এই ব্যবসার একটি চক্র রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ ভারত সহ বিভিন্ন দেশের জাল মুদ্রা ব্যবসায় জড়িত। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।