জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে পদ্মা নদী পাড়ে অভিযান চালিয়ে ৪ কেজি ১শ’গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গত রোববার রাত সোয়া ১০টায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল অভিযান চালিয়ে এই হেরোইন উদ্ধার করে। তবে এঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। সোমবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) আব্দুল হাই সরকার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান। তিনি বলেন, দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে পদ্মা নদী তীরে সীমান্তবর্তী ওই এলাকায় দু’ব্যক্তি হেরোইন নিয়ে অবস্থান করছে এমন গোপন খবরে অভিযান চালানো হয়। সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ইদ্রিস আলী অভিযানে নেতৃত্ত্ব দেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দু’জন দুটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ উদ্ধার করে ভেতরে ৪ কেজি ১শ’গ্রাম হেরোইন পাওয়া যায়। এএসপি জানান, উদ্ধার হেরোইনের জব্দ মুল্যে ৪ কোটি ১০ লক্ষ টাকা। এ ঘটনায় রোববার রাতেই সদর থানায় হাকিমপুর গ্রামের মৃত.নইমুদ্দিনের ছেলে মাইনুল ইসলাম (৪০) ও মৃত.মন্তাজের ছেলে নাইমুল ইসলাম (৫০) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঘটনার মূল হোতা সহ অনান্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে বলেও জানান এএসপি হাই।